শিক্ষার্থী সুবিধা
- দক্ষ, অভিজ্ঞ শিক্ষক দ্বারা ল্যাপটপ, প্রজেক্টার স্পিকার ও যুগোপযোগী উপকরণ ব্যবহার করে সফল পাঠদান।
- সুনির্দিষ্ঠ একাডেমিক পরিকল্পনা।
- পাঠদান কার্যক্রম ও অন্যান্য কর্মকান্ড নিবিড় পর্যবেক্ষনের জন্য সকল শ্রেণি কক্ষে ও প্রয়োজনীয় অন্যান্য স্থানে সিসি ক্যামেরা স্থাপন ও মনিটরিং ব্যবস্থা।
- সুপার ভাইজারি স্টাডি প্রোগ্রাম ও সন্ধ্যাকালিন ক্লাস (আবাসিকদের জন্য)।
- ব্যবহারিক বিষয় সমূহের জন্য প্রযোজ্য ক্ষেত্রে ল্যাবরেটরির ব্যবস্থা।
- খেলার উপকরণ সরবরাহ করে ইনডোর ও আউটডোর খেলার ব্যবস্থা।
- শ্রেণি, সাপ্তাহিক,মাসিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার মান যাচাই।
- বোর্ড পরিক্ষায় বিশেষ তত্ত¡বধান।
- পিছিয়ে পড়া শিক্ষার্থীর জন্য বিশেষ পাঠদান ব্যবস্থা।
- শিক্ষক ভীতি দূর করে, “শিক্ষক দার্শনিক, পরিচালক ও বন্ধু” রূপে শিক্ষার্থীর আস্থা অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন।
- বিভিন্ন সহ পাঠ্যক্রমিক কার্যাবলি (বিতর্ক, আবৃত্তি, উপস্থাপনা, বক্তৃতা, নাচ, গান) এর মাধ্যমে প্রতিষ্ঠানকে আনন্দ মুখর ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরীর মাধ্যমে প্রতিষ্ঠানের প্রতি আকর্ষন সৃষ্টি।
- সৎ গুনাবলী অর্জন ও অসৎ কর্মকান্ড বর্জনের মাধ্যমে আদর্শ মানুষ তৈরির শিক্ষা দান।
- মুসলিম ধর্মাবলমীদের ইসলামী ভাবধারা তৈরীর লক্ষ্যে কোরআন শিক্ষা,দৈনন্দিন নামাজের জন্য উৎসাহ প্রদান ও প্রতিষ্ঠানে কোরআন পাঠ ও নামাজের ব্যবস্থা।
- বিভিন্ন জাতীয় দিবস উদযাপনের মাধ্যমে আদর্শ নাগরিক ও দেশাত্মবোধ অর্জনের শিক্ষাদান।
- দূরবর্তী শিক্ষার্থীদের পরিবহন সুবিধা, আবাসিক শিক্ষার্থীদের মান সম্মত ব্যবস্থাপনা ও সিসি ক্যামেরার মাধ্যমে পুরো প্রতিষ্ঠান অঙ্গনকে সর্বাধনিক মনিটারিং এর মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান।